এই মুহূর্তে জেলা

ডানকুনিতে উদ্বোধন হলো কফি হাউজের , মিলবে অত্যাধুনিক পরিষেবা।

চিরঞ্জিত ঘোষ , ২৩ জানুয়ারি:- ডানকুনিতে উদ্বোধন করা হলো রূপস আড্ডা নামে একটি কফি শপের। এ প্রসঙ্গে বলতে গিয়ে সংস্থার কর্ণধার কৃষ্ণেন্দু মিত্র জানালেন যে কফি সপ টি করার উদ্দেশ্য হচ্ছে ডানকুনি এলাকার অল্প বয়সী ছেলেমেয়েরা তারা যেমন এখানে আড্ডা দিতে পারবেন তাঁর সঙ্গে সঙ্গে সুস্থ আলোচনা এবং বিভিন্ন রকম পড়াশোনার ব্যাপারে তারা একে অপরের সঙ্গে ভাব বিনিময় করতে পারবেন, এর জন্য এখানে ফাইভ জি নেট পরিষেবা ফ্রীতে দেওয়া হবে।

যারা এখানে আসবেন তারা কফি খাওয়ার সঙ্গে সঙ্গে মোবাইলের ফ্রি নেট পরিষেবা তারা নিতে পারবেন। এবং পড়াশোনা ভালোভাবে চালাতে পারবেন। এখানে যে ৮০ সহকর্মী কর্মী আছেন তাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এটি বাস্তবায়িত হয়েছে এবং এবং তিনি জানান ভবিষ্যতে একটি বৃদ্ধাশ্রম করার পরিকল্পনা আছে। যেখানে ১৫ জন বৃদ্ধ-বৃদ্ধা বিনা পয়সায় থাকতে পারবেন ।তাদের কফিশপ শুরু হত কফি নয় এ ছাড়াও বিভিন্ন রকমের দক্ষীণ ভারতীয় চাইনিজ ভারতীয় সুস্বাদু খাবার এখানে পাবেন এবং তাদের রসনা তৃপ্ত করতে পারবেন।