এই মুহূর্তে জেলা

দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য কবর থেকে আনিস খানের দেহ তুলতে গিয়ে বাধা পেল পুলিশ।


হাওড়া, ২৬ ফেব্রুয়ারি:- শুক্রবার রাতে আনিসের বাবাকে নোটিস দিয়ে পুলিশ জানিয়েছিল, শনিবার ভোরে দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য দেহ তোলা হবে। কিন্তু আনিসের বাবা সালেম খান সিটের সদস্যদের জানিয়ে দেন, তিনি অসুস্থ। তাই সোমবার সকালে যেন ময়নাতদন্ত করা হয়। কিন্তু অভিযোগ, এরপরও এদিন ভোরে আনিসের গ্রামে যায় পুলিশ। তবে, সেখানে গিয়ে গ্রামবাসীদের প্রবল বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। তখনকার মতো ফিরে আসতে বাধ্য হয়। জানা গেছে, হাইকোর্টের নির্দেশে দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য আনিস খানের দেহ তুলতে গিয়ে এদিন বিক্ষোভের মুখে পড়ে পুলিশ।

পুলিশের সঙ্গে ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং সিটের সদস্যরা। এদিন আনিসের দেহ তোলার জন্য অনুমতি নিতে পুলিশ আনিসের বাড়িতে যাওয়ার চেষ্টা করতেই গ্রামবাসীরা বাধা দেন বলে অভিযোগ। পুলিশকে ধাওয়া করা হয় বলেও অভিযোগ। প্রসঙ্গত, আনিসের রহস্যমৃত্যুর ঘটনায় উলুবেড়িয়া সংশোধনাগারে শুক্রবারের টিআই প্যারেড প্রসঙ্গে সালেম খান সংবাদমাধ্যমে আগেই দাবি করেছিলেন ঘটনার রাতে তাঁকে যে পুলিশকর্মী আটকে রেখেছিলেন, ধৃতদের মধ্যে সেই ব্যক্তি ছিলেন না।