এই মুহূর্তে জেলা

তোলা না পেয়ে মারধর , গরম তেল ঢেলে দেওয়া হল দোকানের কর্মচারীকে।


সুদীপ দাস, ২৪ ফেব্রুয়ারি:- তোলা না পেয়ে দোকানমালিককে মারধর, গায়ে গরম তেল ঢেলে মাথা ফাটিয়ে দেওয়া হলো দোকানের কর্মীর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য চুঁচুড়ার পাঙ্খাটুলি মোড়ে। পথ অবরোধ স্থানীয়দের। ঘটনাস্থলে পুলিশ। গুরুতরভাবে জখম দোকানের কর্মী সুকান্ত মন্ডল। তাঁর মাথায় চারটি সেলাই পরেছে। গরম তেলে শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। সুকান্ত তাঁর কাকার দোকানে কাজ করতো। দুষ্কৃতিদের তোলা না দেওয়ায় প্রথমে কাকাকে মারতে শুরু করে। এরপর কাকাকে বাঁচাতে গিয়েই জখম সুকান্ত। বৃহস্পতিবার সকালে ওই এলাকায় গিয়ে দেখা গেলো ব্যাবসায়ীদের চোখে-মুখে আতঙ্কের ছাপ। রাতভর এলাকায় পুলিশি টহল থাকলেও অভিযুক্তদের ধরতে পারেনি পুলিশ।

There is no slider selected or the slider was deleted.

স্থানীয় ব্যাবসায়ীরা জানান তোলাবাজির ঘটনা এখানে নতুন নয়। তবে প্রানের ভয়ে তাঁরা কিছু বলতে সাহস পায়না। গত সপ্তাহেই তোলা না পেয়ে ওই এলাকার একটি চায়ের দোকানে ভাঙচুর চালায় দুষ্কৃতিরা। সেসময় স্থানীয় তৃণমূল নেতৃত্বকে বিষয়টি জানানো হয়েছিলো বলে ব্যাবসায়ীদের দাবী। কিন্তু তারপরও এই ঘটনা। স্থানীয়রা চায় অবিলম্বে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুক পুলিশ-প্রশাসন। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন আমিজানতাম না। এখন জানলাম। দেখুন অ্যাকশন হবে। অন্যদিকে হুগলী সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি সুরেশ সাউ বলেন তৃণমূল নেতৃত্বের মদতেই এই তোলাবাজি চলে। দুঃষ্কৃতিরা এখন গ্রেফতার হবে না। কারন ২৭ তারিখ ভোট আছে। তৃণমূল এইসমস্ত দুষ্কৃতিদের দিয়েই ভোট করাতে চাইছে।

There is no slider selected or the slider was deleted.