কলকাতা, ২৪ ফেব্রুয়ারি:- রাজ্যের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির কাছ থেকে অডিট রিপোর্ট তলব করা রাজ্যপালকে নাম না করে তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রদানের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির কাছ থেকে কেউ কেউ অডিট রিপোর্ট চাইছে। থ্রেট করছে। এভাবে কী অডিট রিপোর্ট চাওয়া যায়! যদি চাওয়ার হয়, সরকারই চেয়ে নেবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিকে হুমকি দিয়ে লাভ নেই। সরকার তাঁদের পাশে থাকবে।’ মুখ্যমন্ত্রী এদিন কারও নাম করেননি। তবে রাজ্যপাল জগদীপ ধানখড়কেই তিনি নিশানা করতে চেয়েছেন বলে মনে করা হচ্ছে।
কারণ, রাজ্যপাল এর আগে ট্যুইট করে জানিয়েছিলেন, তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির কাছে অডিট রিপোর্ট চেয়েছেন। কিন্তু সাংবিধানিক শিষ্টাচার জলাঞ্জলি দিয়ে তারা রাজভবনকে সহযোগিতা করছেন না। অনেকের মতে, মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিতে চেয়েছেন, এই এক্তিয়ার রাজ্যপালের নেই। এবং মুখ্যমন্ত্রী এও স্পষ্ট করে দিতে চেয়েছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিকে হুমকি দিয়ে লাভ নেই। সরকার তাদের পাশে রয়েছে। এমনিতে বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে রাজ্যপালের সংঘাত নতুন নয়। অতীতে এমনও হয়েছে, আচার্য হিসেবে রাজ্যপাল সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের রাজভবনে ডেকে পাঠিয়েছেন অথচ তাঁরা কেউ যাননি। যাকে রাজ্যের শিক্ষাঙ্গনে রাজভবনের অবাঞ্ছিত হস্তক্ষেপ হিসেবেই দেখাতে চেয়েছিল নবান্ন। এদিন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ টেনে নাম না করে রাজ্যপালকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী।