এই মুহূর্তে জেলা

ময়না তদন্তের প্রয়োজন হলে সিবিআইকে দিয়ে করাবেন , সাফ জানালেন আনিসের বাবা।


হাওড়া, ২৩ ফেব্রুয়ারি:- ময়নাতদন্তের প্রয়োজন হলে সিবিআইকে দিয়ে করাবেন, সিটকে দিয়ে নয়। সিটের তদন্তকারী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে সাফ জানিয়ে দিলেন আনিশের বাবা সালেম খান। বুধবার ফের মৃত আনিশ খানের বাড়িতে আসেন ডিএসপির নেতৃত্বে সিটের সদস্যরা। তারা এসে তার বাবার সঙ্গে কথা বলেন। সালেম খান ময়নাতদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার পর তদন্তকারী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফের আনিশের মৃতদেহ ময়নাতদন্তের কথা বলেন সালেম খানকে। যদিও শোনামাত্রই ওই প্রস্তাব খারিজ করে দেন তিনি। স্পষ্টই বলেন সিটের তদন্তে ভরসা নেই। তাই অনিশের মৃতদেহ সিটকে দিয়ে তদন্তের প্রশ্নই ওঠে না। তিনি বলেন প্রথমবারের ময়নাতদন্তের রিপোর্ট এখনও হাতে আসেনি। আর এবার নতুন করে ময়নাতদন্তের কথা বলা হচ্ছে।

There is no slider selected or the slider was deleted.

এর চেয়ে ভালো ছেলে তো গেছে এবার তাকেও শেষ করে দিন। তাতে ঝামেলা চুকে যাবে। পুলিশকেও আর বারবার আসতে হবে না। তিনি বলেন, ভোর রাতে ফোনে হুমকি দিয়ে কল আসছে। সিবিআই তদন্ত করানোর দাবি থেকে সরে যেতে। কারা করছে এটা আগে খুঁজে বের করুন। তিনি বিরক্ত হয়ে স্পষ্ট বলেন অনেক হয়েছে এবার তাকেও মেরে ফেলুক। সব ঝামেলা মিটে যাবে। বারবার সিটের পক্ষ থেকে তার বাবাকে বোঝানোর চেষ্টা করেন তদন্তকারীরা। তাকে নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিতে থাকেন। তবে সালাম খান তার সিবিআইয়ের সিদ্ধান্তেই অটল থাকেন। আজকে সিটের দল আনিশকে তিনতলার যে জায়গা থেকে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে সেই স্থান খুঁটিয়ে পরীক্ষা করে দেখেন। আগের তদন্তে কোনো খামতি রয়ে গেছে কিনা তা জানতেই পুনরায় তারা স্থানে পরীক্ষা চালান। ওই স্থানের জানলার মাপ, জায়গার মাপ সহ বিভিন্নভাবে তারা খুঁটিয়ে পরীক্ষা করেন।

There is no slider selected or the slider was deleted.