এই মুহূর্তে জেলা

ভোটের উত্তাপ যত বাড়ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ততটাই আরামবাগে।

আরামবাগ, ৬ ফেব্রুয়ারি:- আরামবাগ পৌরভোটের উত্তাপ ক্রমশ বাড়ছে।তৃনমুলের গোষ্ঠীদ্বন্দ্ব রাতভোর বোমাবাজি। ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার দশ নম্বর ওয়ার্ডে। এই ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। জানা গেছে, শনিবার রাত্রে আরামবাগের ১০ নম্বর ওয়ার্ডের বাদলকনা এলাকায় তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ে দেওয়াকে কেন্দ্র ব্যাপক গন্ডগোল হয়। অভিযোগ ওঠে তৃণমূলের পৌরভোটের প্রার্থী তুষার কারফা ও তার দলবলের বিরুদ্ধে। তারাই নাকি রাত্রি ১:৩০ নাগাদ প্রাক্তন কাউন্সিলর কার্তিক যশের বাড়িতে বোমাবাজি ও বাড়ি ভাঙচুর হয় বলে অভিযোগ।

এছাড়াও এদিন সকালে ওনার বাড়ির সামনে থেকে একটি তাজা বোমা উদ্ধার হয়। এই বিষয়ে এলাকায় খুব চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠে জয় দুলাল সোম নামে এক ব্যাক্তির বিরুদ্ধে। তল্লাশি অভিযান চালিয়ে আরামবাগ পুলিশ নাকি জয় দুলাল সোমের বাড়ি থেকে একটি বোমা উদ্ধার করে। এই বিষয়ে জয় দুলাল সোম জানান, আমার নামে মিথ্যা কথা বলছে, বরং আমার বাড়িতে কাল ওরা বোমাবাজি করেন। যদিও এই বিষয়ে আরামবাগ থানার পুলিশ তদন্ত শুরু করেছে।