এই মুহূর্তে জেলা

স্কুল চালু করা নিয়ে তুলকালাম , পৌর কমিশনারকে ঘিরে ধরে বিক্ষোভ অভিভাবকদের।

সুদীপ দাস, ৬ ফেব্রুয়ারি:- মুখ্যমন্ত্রীর ঘোষনা মত সরকারী স্কুলে ইংরেজী মাধ্যম স্কুল চালু করা নিয়ে তুলকালাম। পৌর কমিশনারকে ঘিরে ধরে বিক্ষোভ অভিভাবকদের। চাপের মুখে বেড়িয়ে যেতে হলো কমিশনারকে। খবর পেয়ে বিদ্যালয়মুখোই হলেন না মন্ত্রী। কার্যত থমকেই গেলো স্কুল উদ্বোধনের কর্মসুচি। শনিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চন্দননগর বোড় কালিতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এই এলাকায় সরকার পোষিত নৃত্য গোপাল মডেল গার্লস হাই স্কুলে ইংরেজি মাধ্যম চালু করার উদ্বোধনী অনুষ্ঠান ছিলো আজ। উদ্বোধন করার কথা ছিলো স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনের। সেইমত আগেভাগে এখানে উপস্থিত হয়েছিলেন চন্দননগর পৌর নিগমের পুর কমিশনার স্বপন কুন্ডু। কিন্তু বিদ্যালয়ে আসতেই কিছু অভিভাবকদের সাথে বাদানুবাদে জড়িয়ে পরেন পুর কমিশনার।

বিক্ষুব্ধ অভিভাবকদের বক্তব্য ২০১৯ সালে তাঁদের সন্তানরা এই বিদ্যালয়ে ইংরেজী মাধ্যমে ১ম শ্রেনীতে পড়ার জন্য আবেদন পত্র জমা দিয়েছিলো। কিন্তু আজ তাঁদেরকে ডাকা হয়নি। অথচ গতবছর যাদের সন্তানরা কেজিতে ছিলো তাঁদেরকে ডাকা হয়ছে। পাশাপাশি নতুন ইংরেজী মাধ্যমের কেজিতে ভর্তির জন্য যারা অাবেদন করেছিলো তাঁদের ডাকা হয়েছে। এজন্যই বর্তমানে ২য় শ্রেনীর পড়ুয়াদের অভিভাবকরা পুর কমিশনারকে ঘিরে ধরে ক্ষোভে ফেটে পরেন। খবর পেয়ে ঘটনাস্থলে এদিন আসেননি মন্ত্রী ইন্দ্রনীল সেন। বিক্ষোভের মুখে পরে বেড়িয়ে যান স্বপনবাবু। এবিসষয়ে পুর কমিশনার কিছু বলতে না চাইলেও সরকারি সূত্রে খবর গতবছর সেভাবে স্কুল না হলেও সরকারি নিয়মে বিক্ষুব্ধ অভিভাবকদের সন্তানরা বর্তমানে ২য় শ্রেনীর পড়ুয়া। আর উদ্বোধনে বিদ্যালয়ে শিশুশ্রেনী ও ১ম শ্রেনী চালু হওয়ার কথা। এরপর এইসমস্ত পড়ুয়াদের নিয়েই প্রত্যেক বছর ধাপে ধাপে বিদ্যালয়ে নতুন ক্লাস চালু হবে। তাই বর্তমানে যাদের সন্তানরা ২য় শ্রেনীতে উঠেছে তাঁদের ইংরেজী মাধ্যমে সুযোগ পাওয়ার কথা নয়।