হাওড়া, ৫ ফেব্রুয়ারি:- বাংলা কমিকসের প্রবাদপ্রতিম স্রষ্টা প্রয়াত নারায়ণ দেবনাথকে স্মরণ করে এবার হাওড়ায় ‘ম্যাথস’ এর স্টুডেন্টরা বানালো অভিনব থিম। যা ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে দর্শনার্থীদের। এখানে এলেই দেখা মিলবে নন্টে ফন্টে, বাঁটুল দি গ্রেট এর কমিকস চরিত্রদের। সরস্বতী পুজোয় এভাবেই স্রষ্টাকে সম্মান জানানো হয়েছে। উদ্যোক্তা অর্ণব দাস জানান, কমিক্স পড়তে ছোট-বড় নির্বিশেষে আমরা সবাই ভালোবাসি। আর আমরা বাঙালিরা যাঁর কমিকস পড়ে বড়ো হয়েছি সেই শিশু সাহিত্যিক নারায়ণ দেবনাথ গত ১৮ জানুয়ারি প্রয়াত হয়েছেন।
আসলে শিল্পী তাঁর কাজের মাধ্যমেই বাঁচেন। তাই নারায়ণ দেবনাথ তাঁর অমর সৃষ্টির মাধ্যমেই অমর হয়ে থাকবেন চিরকাল। তাই তাঁকে স্মরণ ও শ্রদ্ধা জানাতে “অর্ণব ম্যাথস পয়েন্ট” এর ছাত্রছাত্রীরা মিলে এবার সরস্বতী পূজায় অভিনব থিমের উপস্থাপনা করেছেন। “নারায়ণ দেবনাথ ও তাঁর সৃষ্টি” এই ভাবনাকে রূপ দিয়েছে ক্লাস সেভেন থেকে টেন এর ছাত্রছাত্রীরা এবং এখানকার সকল প্রাক্তন-প্রাক্তনীরা। গোটা ক্লাসরুম জুড়েই সাজানো হয়েছে নন্টে ফন্টে, বাঁটুল দি গ্রেট এর কমিকস চরিত্রদের দিয়ে।