এই মুহূর্তে জেলা

পুরভোটে তৃণমূলের টিকিট বন্টন নিয়ে অসন্তোষ দলের অন্দরেই।

সুদীপ দাস, ৫ ফেব্রুয়ারি:- হুগলী-চুঁচুড়া পৌর এলাকায় টিকিট বন্টন নিয়ে ব্যাপক অসন্তোষ শুরু হয়েছে তৃণমূলের অন্দরে। শনিবার এই পুরসভার প্রাক্তন পৌরপ্রধান তথা তৃণমূল নেতা আশীষ সেন(লাউ)-এর নেতৃত্বে বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল কর্মীরা। এদিন চুঁচুড়ার আখানবাজার মোড়ে এই দলীয় পতাকা হাতেই এমএলএর প্রার্থী তালিকা মানছি না, মানবো না বলে স্লোগান তোলে দলীয় কর্মীরা।

আশীষবাবু অভিযপগ করে বলেন চুঁচুড়ার এমএলএ-র ঘরে বসে তৈরী হওয়া এই প্রার্থী তালিকা আমরা মানছি না। ২৪ঘন্টার মধ্যে এই তালিকা পরিবর্তন না হলে পুরসভার প্রতিটি ওয়ার্ডে তৃণমূল করীরা নির্দল হিসাবে লড়বেন বলে আশীষবাবু হুমকি দেন।