আরামবাগ, ৪ ফেব্রুয়ারি:- তৃনমুলের প্রার্থী তালিকা ঘোষনার পরেই আরামবাগের কালিপুরে ব্যাপক বিক্ষোভ। রনক্ষেত্র হয়ে ওঠে কালিপুর। আরামবাগের ১২ নম্বর ওয়ার্ডে এই বার প্রার্থী হয়েছেন ডাঃ তৃপ্তি কুন্ডু। তিনি আরামবাগ পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য অচিন্ত্য কুন্ডু। কিন্তু তাকে প্রার্থী হিসাবে দলেরই একাংশ মেনে নিতে পারছেন না। বিক্ষুব্ধ হয়ে এদিন রাতেই কালিপুর মোড়ে আগুন জ্বালিয়ে ব্যাপক বিক্ষোভ দেখায়।
তাদের দাবী এই দল যাকে প্রার্থী করেছে তিনি কোনও দিনই নাকি সক্রিয় পার্টি করেনি। এই বিষয়ে স্থানীয় তৃনমুল নেতৃ তথা বিক্ষুব্ধ তৃণমূল নেতৃ জানান ১২ নম্বর ওয়ার্ডের মানুষ ওই প্রার্থীকে মানি না। টাকার বিনিময়ে প্রার্থী হয়েছে। আমরা পার্টির জন্য ঘর ছাড়া হয়েছি, মারখেয়েছি।তাই দিদির কাছে অনুরোধ প্রার্থী পরিবর্তন করা হোক।