হুগলি, ৩ ফেব্রুয়ারি:- স্কুলের বন্ধ গেট খুলতেই শুরু পঠনপাঠনের পাশাপাশি সরস্বতী পুজোর ব্যাস্ততা। সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষক পড়ুয়ারা হাতে হাত মিলিয়ে স্কুলের দেওয়ালে আঁকার কাজ। রং করে সাজিয়ে তুলছে স্কুল চত্তর। প্রথমদিন স্কুলে বন্ধুদের কাছে পেয়ে সেলফি তুলতে ব্যস্ত।
পাশাপাশি এবছর স্কুলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের দেওয়া হলো covacsin ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ। অনেকদিন পর স্কুল খোলায় খুশি শিক্ষক সহ পাড়ুয়ারা। মা সরস্বতীর কাছে সকলের একটাই প্রার্থনা আর যেন স্কুল বন্ধ না হয়।