এই মুহূর্তে জেলা

চলন্ত বাসের টায়ার পাংচার ঘটে বিপত্তি। ওই অবস্থাতেই ছুটল বাস। আটক চালক।

হাওড়া, ২ ফেব্রুয়ারি:- রবিবার ধর্মতলা ডোরিনা ক্রসিংয়ে টায়ার ফেটে মিনিবাস উল্টে ভয়াবহ দুর্ঘটনা ঘটে গিয়েছিল। ওই ঘটনায় দুই শিশু-সহ অনেক যাত্রী আহত হয়েছিলেন। বাসের রিসোলিং টায়ারের জন্যই ওই দুর্ঘটনা ঘটেছিল বলে জানা গিয়েছিল। কিন্তু তারপরেও চালকদের টনক নড়েনি। বুধবার বিকেলে দেখা গেল টায়ার পাংচার অবস্থায় যাত্রী নিয়ে একটি মিনি বাসকে দ্রুত গতিতে ছুটে যেতে।

হাওড়ার ফোরশোর রোড ধরে উল্টোডাঙ্গা থেকে আলমপুর যাচ্ছিল মিনি বাসটি। পিছনের টায়ার পাংচার অবস্থায় দ্রুত গতিতে যাওয়ায় বাসের মধ্যে ঝাঁকুনি শুরু হয়। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। এরপর হাওড়ার কাজীপাড়া ক্রসিংয়ে বাস যাত্রীদের চিৎকারে পুলিশ বাসটি দাঁড় করায়। যাত্রীদের বাস থেকে নিরাপদে নামিয়ে আনা হয়। বাস চালক ও কন্ডাক্টরকে আটক করা হয়েছে।