এই মুহূর্তে জেলা

দুয়ারে রেশনের মত পাড়ায়-পাড়ায় শিক্ষাঙ্গন বাস্তবায়িত হবে না, রাজ্য সরকারকে খোঁচা শুভেন্দুর।

সুদীপ দাস, ২ ফেব্রুয়ারি:- ফলাফল যাই হোক না কেন, চার পুরনিগম নির্বাচনের আগে এক চুলও জমি ছাড়তে নারাজ ভারতীয় জনতা পার্টি। চন্দননগর সহ অন্য তিন পুরনিগম নির্বাচনে বিজেপির মরিয়া প্রচার দেখে আপাতত সেটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। চলতি সপ্তাহে ২য় বারের জন্য চন্দননগর পুরনিগম নির্বাচন উপলক্ষ্যে হুগলীতে উপস্থিত হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন প্রথমে চুঁচুড়ার ৩নম্বর গেটে হুগলী সাংগঠনিক জেলা কার্যালয়ে এসে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী। সেখানেই স্কুল খোলা নিয়ে রাজ্য সরকারকে একহাত নেন শুভেন্দু।

তিনি বলেন আমরা বারংবার স্কুল খোলার কথা বলেছি। এখন সব ক্লাস নয় মুখ্যমন্ত্রী ওনার মতো ৮ম থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত স্কুল খোলার কথা ঘোষনা করলেন। এরপরই তিনি বলেন ছোটদের ক্ষেত্রে পাড়ায় পাড়ায় শিক্ষাঙ্গনও দুয়ারে রেশনের মতো ব্যার্থ হবে। পাশাপাশি চিড়িয়াখানার সংগঠন প্রসঙ্গ মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন শুনে শুভেন্দুবাবুর কটাক্ষ মুখ্যমন্ত্রী অতটা নীচে নামতে পারেন যে চিড়িয়াখানার প্রসঙ্গ নিয়েও মন্তব্য করছেন! যদিও এদিন তমলুকে যুব নেতার বিরুদ্ধে অন্যদের সরব হওয়া নিয়ে প্রশ্ন করা হলে শুভেন্দুর বক্তব্য সেটা সাংবাদিকদের বিষয় নয় সেটা দল বুঝবে। অন্যদিকে দলের সাংসদের বিরুদ্ধে পোষ্টার পরা নিয়ে শুভেন্দু বলেন বিজেপি নয় তৃণমূলই পোষ্টার মেরেছে।