আরামবাগ, ৩০ জানুয়ারি:- হুগলির আরামবাগে পৌর ভোটের আগে বিজেপির সাংগঠনে ভাঙ্গন। প্রায় ৪২ জন সক্রিয় কর্মী বিজেপি থেকে তৃনমুল যোগদান। এদিন আরামবাগ ব্লক তৃনমুল কংগ্রেসের কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন তৃনমুল নেতৃত্ব। এরপর সাংবাদিক বৈঠকের মাধ্যমে ৪২ টি বিজেপি পরিবারের সদস্যদের হাতে তৃনমুলের দলীয় পতাকা তুলে দেয় তৃনমুল নেতৃত্ব। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী, আরামবাগের প্রাক্তন বিধায়ক কৃষ্ণ চন্দ্র সাঁতরা, আরামবাগ শহর তৃনমুল কংগ্রেসের সভাপতি প্রদ্বীপ সিংহ রায়সহ অন্যান্য তৃনমুল নেতৃত্ব। জানা গেছে, বিধানসভা ভোটের ফলাফল ঘোষনা হবার পর থেকেই আরামবাগ পৌরসভার বহু সক্রিয় বিজেপি কর্মী তৃনমুলে আসতে চেয়েছিলো।
তবে তৃনমুলের দলীয় স্তরে পর্যালোচনা করার পর এদিন রীতিমতো সাংবাদিক বৈঠক করে বিজেপি থেকে আসা কর্মীদের হাতে তৃনমুলের পতাকা তুলে দেওয়া হয়।সদ্য বিজেপি থেকে তৃনমুলে আসা ফাল্গুনী মোহন্ত বলেন, পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের জন্য যদি কিছু করতে হয় তাহলে তৃনমুল কংগ্রেসই একমাত্র জায়গা। বিজেপি নেতৃত্বের সাথে কর্মীদের কোনও যোগাযোগ ছিলো না।তাই বিজেপি ছেড়ে তৃনমুলে এসেছি। অন্যদিকে আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে তৃনমুলে আসছেন।দলের নির্দেশে তাদের নেওয়া হয়েছে। বিজেপির মিথ্যাচার এলাকার মানুষ বুঝতে পেরেছে।সবমিলিয়ে এদিন আরামবাগে পৌরভোটে আগে বিজেপি ছেড়ে তৃনমুলে একঝাঁক বিজেপি কর্মী যোগদান করায় তৃনমুল সাংগঠনিক ভাবে অনেকটাই এগিয়ে গেলো বলা যায়।