এই মুহূর্তে জেলা

মাটি মাফিয়াদের দৌরাত্ম, প্রকাশ্য দিবালোকে চলছে গঙ্গার চর কাটা, হটাৎ হানা বিধায়কের!

সুদীপ দাস, ১৭ জানুয়ারি:- প্রকাশ্য দিবালোকে চলছে গঙ্গার চর কাটা। দীর্ঘদিন ধরেই এই ঘটনা ঘটে চলেছে চুঁচুড়ার সাহাগঞ্জ কেওটা সংলগ্ন গঙ্গার চরে। যে চর বিপুল অংশ ইতিনধ্যে উধাও হয়েছে। খবর পেয়ে সোমবার বেলা ১২টা নাগাদ সেই চরে হানা দেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। সঙ্গে ছিলেন পৌরপ্রশাসক গৌরিকান্ত মুখার্জী। যদিও আগেভাগেই খবর পেয়ে এদিন মাটি কাটার জেসিবি সহ চম্পট দেয় অভিযুক্তরা।

তবে সেই চরে যে অবাধেই মাটি কাটা চলে তার যথেচ্চ প্রমান রয়েছে চরের মাটিতে। মাটি নিয়ে যাওয়ার জন্য চর পর্যন্ত মাটির রাস্তা করা হয়েছে। যে রাস্তায় রয়েছে গাড়ির চাকার ছাপ। যে অংশে সদ্য মাটি মাটি কাটা হয়েছে সেখানে জেসিবি মেশিনের ছাপ স্পষ্ট। এদিন বিধায়ক বলেন এবিষয়ে জেলাশাসকের সাথে আমি কথা বলে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করবো। তবে গঙ্গা কেন্দ্রীয় সরকারের পোর্ট ট্রাস্টের সম্পত্তি। কিন্তু কেন্দ্রীয় সরকারের গঙ্গা বাঁচাতে কোন উদ্যোগ নেই। অন্যদিকে বিজেপি কিন্তু এবিষয়ে তৃণমূলকেই দায়ী করছে। বিজেপির হুগলী সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি সুরেশ সাউ বলেন তৃণমূল নেতাদের মদতেই গঙ্গা মাটি চুরি করার কাজ চলে।