এই মুহূর্তে জেলা

জাতীয় যুব দিবস পালন কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে।

আরামবাগ, ১২ জানুয়ারি:- হুগলি জেলার কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে কোভিডবিধি মেনে পালিত হলো জাতীয় যুব দিবস ও আজাদি কা অমৃত মহোৎসব। এদিন ভোর ৪.৩০ মিনিটে মঙ্গল আরতির মধ্য দিয়ে মঠে বিশেষ পুজোপাঠের সুচনা হয়। তারপর ৫.৪৫ মিনিটে বৈদিক মন্ত্র ও স্তোত্রাদি পাঠ হয়।এদিন সকাল ৮টার সময় কামারপুকুর চটিতে স্বামী বিবেকানন্দর পূর্ণাঙ্গ মূর্তিতে ফুল, মালা দিয়ে শ্রদ্ধা জানান মঠের সন্ন্যাসীরা। এই উপলক্ষে আলো ও ফেস্টুন দিয়ে সাজানো হয় মঠ এবং কামারপুকুর চটিতে থাকা বিবেকানন্দর বেদী। মঠ সুত্রে জানা গিয়েছে,

সকাল ৯ টায় উদ্বোধনী সংগীত গাওয়া হয়।১১.৪৫ মিনিটে স্বাগত ভাষন দেন কামারপুকুর মঠ ও মিশনের অধ্যক্ষ মহারাজ লোকোত্তর নন্দজী মহারাজ। উল্লেখ্য করোনার কারণে মঠ বন্ধ থাকায় সমগ্ৰ অনুষ্ঠানটি ভার্চুয়াল সম্প্রচার করা হয়। কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দ মহারাজ জানান, এবার আমরা জাতীয় যুব দিবস ও  ভারতবর্ষের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে আজাদি কা অমৃত মহোৎসব একসঙ্গে পালন করছি। বিকেলে ৫টা ৩০মিনিটে সন্ধ্যারতি হবে। ৭টা ৩০মিনিটে ভজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে। মঠের অনুষ্ঠান ইউটিউবের মাধ্যমে ঘরে বসেই ভক্তরা দেখতে পাচ্ছেন।