এই মুহূর্তে কলকাতা

অক্সিজেনের যোগান নিশ্চিত করতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে চিঠি কেন্দ্রের।

কলকাতা, ১২ জানুয়ারি:- সারা দেশে করোনা সংক্রমণের অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রেক্ষিতে সমস্ত হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে মেডিকেল অক্সিজেনের যোগান নিশ্চিত করতে বলে কেন্দ্রীয় সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে চিঠি দিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভুষণ এর লেখা ওই চিঠিতে প্রত্যেক হাসপাতলে অন্তত ৪৮ ঘণ্টা চলার মত অক্সিজেনের যোগান রাখতে বলা হয়েছে। হাসপাতাল গুলিতে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন কনসেনট্রেটরও মজুত রাখতে বলা হয়েছে। অক্সিজেন প্লান্ট গুলি ঠিকমত কাজ করছে কিনা সেদিকেও নজর রাখতে বলা হয়েছে। অক্সিজেন সরবরাহ ব্যবস্থা কর মজবুত করার পরামর্শ দেওয়া হয়েছে। যে সমস্ত বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমে অক্সিজেন থেরাপির ব্যবস্থা আছে সেগুলির সঙ্গে সমন্বয় বজায় রাখতেও কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজ্যগুলিকে পরামর্শ দিয়েছেন।