এই মুহূর্তে কলকাতা

কর্মসংস্থান ও বিনিয়োগ বাড়াতে তাঁত শিল্পের উপর জোর দিচ্ছে সরকার।

কলকাতা, ১৯ জানুয়ারি:- রাজ্যে কর্মসংস্থান এবং বিনিয়োগের সুযোগ বাড়াতে রাজ্য সরকার তাঁত শিল্পের প্রসারের ওপর জোর দিচ্ছে। প্রতিটি জেলায় তাঁত শিল্পীদের নতুন নতুন পাওয়ারলুম তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য বিশেষ ইন্সেন্টিভ নীতি চালু করা হচ্ছে। মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী তাঁত শিল্পের প্রসারে কার্যকরী পদক্ষেপ নিতে প্রত্যেক জেলাকে নির্দেশ দিয়েছেন। জেলায় কত স্বনির্ভর গোষ্ঠীকে বস্ত্র শিল্পের সঙ্গে যুক্ত করা যায় তা নিয়ে তিনি আগামী ৩১ জানুয়ারির মধ্যে জেলাশাসক দের কাছ থেকে রিপোর্ট তলব করেছেন। পাশাপাশি জেলাগুলির ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পকে আরও মজবুত করার একটি ব্লুপ্রিন্ট তৈরি করতে জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।

পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীকে আরও প্রশিক্ষিত করার জন্য প্রয়োজনে প্রশিক্ষণের ব্য়বস্থার দিকে নজর দেওয়ার নির্দেশ দেন মুখ্য়সচিব। এছাড়া রাজ্যের তৈরি কাপড়ের গুণমান বাড়ানোর কথাও বলেন তিনি। যাতে ভিনরাজ্য বা বিদেশে রফতানি করার জন্য কোনও অসুবিধা না হয়। পাশাপাশি যেসব জেলাগুলিতেজেলাগুলিতে ভ্যাকসিন ডিউ, ওভারডিউ রয়েছে, তা অবিলম্বে দেওয়ার কাজ শেষ করতে হবে বলে জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। পাশাপাশি দ্রুত সব বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা পূরণ করতে প্রতি মাসে তিন লক্ষ করে সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা নিতে তিনি নির্দেশ দিয়েছেন।