এই মুহূর্তে জেলা

কামারপুকুর মঠে অনির্দিষ্টকালের জন্য পূণ্যার্থীদের প্রবেশ বন্ধের নোটিশ।

মহেশ্বর চক্রবর্তী, ৮ জানুয়ারি:- আচ্ছরে পড়েছে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ। করোনা পরিস্থিতিতে সারা ভারতবর্ষের পাশাপাশি পশ্চিমবঙ্গেও বাড়তে থাকায় অনিদিষ্টকালে জন্য কামারপুকুর মঠ ও মিশনে পুর্নার্থীদের প্রবেশ বন্ধের নোটিশ জারি করলো মিশন কর্তৃপক্ষ। আগামী ১০ জানুয়ারি, ২০২২ সাল সোমবার থেকে করোনা পরিস্থিতির জন্য কামারপুকুর মঠ ও মিশনে দর্শন বন্ধ থাকবে।পুর্নার্থীরা মঠে প্রবেশ করতে পারবেন না। বিশেষ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে পরিস্থিতি অনুকুল হলে দর্শনের দিন জানানো হবে। এদিন থেকেই মঠে তুলনামূলক পুর্নার্থী ও পযর্টকদের সংখ্যা অনেকটাই কম।মঠ বন্ধের নোটিশ জারি হতেই মন খারাপের সুর ব্যবসায়ী মহলে।

আবারও ১০ ই জানুয়ারি থেকে শুনশান হতে চলেছে কামারপুকুর মঠ ও মিশন।পর্যটকশূন্য হতে চলেছে ভারতবর্ষের অন্যতম তীর্থস্থান হুগলি জেলার কামারপুকুর মঠ ও মিশন। ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে চলেছে স্থানীয় ব্যবসায়ী থেকে ছোট ছোট দোকানদারা। কোভিড পরিস্থিতিতে আর্থিক ক্ষতি তো হচ্ছেই তার ওপর মঠ বন্ধ থাকলে পর্যটক না এলে স্থানীয় ব্যবসাদারদের হতাশার মধ্যে দিন কাটাতে হবে। কিন্তু কিছুই করার নেই। মানুষের জীবন বাঁচাতেই হবে। কোভিড পরিস্থিতিকে মাথায় রেখে মঠ কর্তৃপক্ষের সিদ্ধান্তকে স্বাগত জানায় স্থানীয় ব্যবসাদার থেকে শুরু করে স্থানীয় মানুষ।