এই মুহূর্তে কলকাতা

চারদিনেই দ্বিগুন সংক্রমণ , মৃত্যুর হার কমলেও চিন্তামুক্ত নন চিকিৎসকরা।

কলকাতা, ৮ জানুয়ারি:- সারা দেশের সঙ্গে এ রাজ্যেও হু হু করে বাড়ছে করোনার সংক্রমণের গ্রাফ। মাত্র চার দিনে দ্বিগুণ হয়েছে সংক্রমণ। মৃত্যুর হার কম হলেও চিন্তামুক্ত হচ্ছেন না চিকিৎসকরা। কারণ রাজ্যে যারা করোনা আক্রান্ত হচ্ছেন তাদের মধ্যে বেশিরভাগই নতুন প্রজাতি ওমিক্রনের শিকার। এই তথ্য দিচ্ছে রাজ্যের স্বাস্থ্য দফতর। যা কিছুটা হলেও উদ্বেগ বাড়াচ্ছে বলে মনে করছেন চিকিৎসকরা। স্বাস্থ্য দফতরের সমীক্ষা অনুযায়ী রাজ্যে যে সকল শিশুদের করোনা হয়েছে তারা প্রায় সকলেই ওমিক্রনে আক্রান্ত। রাজ্যের মোট করোনা আক্রান্ত শিশুদের মধ্যে ৬৯.২ শতাংশ নয়া প্রজাতি ওমিক্রনের শিকার। টিকার দুটি ডোজ নিয়েও করোনার নয়া প্রজাতি ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৮১ শতাংশ মানুষ। অর্থাৎ রাজ্যে ওমিক্রনের গোষ্ঠীসংক্রমণ শুরু হয়েছে এটা নিয়ে দ্বিধাভক্ত নয় চিকিৎসকেরা।

স্বাস্থ্য দফতরের তরফে শনিবার বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, রাজ্যে এখনও পর্যন্ত যতগুলি করোনার নমুনা পরীক্ষা হয়েছে তার মধ্যে ৭১.২ শতাংশ ওমিক্রন, ৩.৭ শতাংশ ডেল্টা, ৬.৭ শতাংশ পরীক্ষায় কোনও ভ্যারিয়েন্ট পাওয়া যায়নি। বাকি ১৮ শতাংশ পরীক্ষা অসম্পূর্ণ। অর্থাৎ রাজ্যে করোনার গ্রাফের বাড়বাড়ন্তের জন্য দায়ী ওমিক্রন এটা বলাই যায়। তবে ওমিক্রনে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। তাই বাড়তি চিন্তা স্বাস্থ্য শিবিরে। শনিবার পর্যন্ত দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭১ ছুঁয়েছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৬৪ জন রোগী। মহারাষ্ট্রে সবথেকে বেশি ওমিক্রনে আক্রান্ত। মোট ৮৭৬ জন আক্রান্ত। দিল্লিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫১৩। আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার নয়া প্রজাতি ওমিক্রনকে ‘ভ্যারিয়েন্ট অফ কনসার্ন’ বলেই উল্লেখ করেছে। এই স্ট্রেনকে হালকা ভাবে না নেওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ববাসীকে।