এই মুহূর্তে কলকাতা

বিতাড়িতদের জায়গায় কারা? অপেক্ষা ২১ দিনের।

কলকাতা, ১০ ফেব্রুয়ারি:- আদালতের নির্দেশে চাকরি যাওয়া গ্রুপ ডি কর্মীদের জায়গায় নতুনদের নিয়োগ প্রক্রিয়া আগামী সপ্তাহ থেকেই শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার শুক্রবার জানিয়েছেন, ওয়েটিং লিস্ট থেকেই ১,৯১১টি শূন্য পদে প্রার্থী নিয়োগ করা হবে। তিনি জানান, এই শূন্য পদগুলিতে কাদের নিয়োগ করা হবে, তা জানা যাবে তিন সপ্তাহের মধ্যেই।

হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যে ১,৯১১ জন গ্রুপ ডি কর্মীর চাকরির সুপারিশ বাতিল করেছে স্কুল সার্ভিস কমিশন।বৃহস্পতিবার এসএসসি জানিয়েছিল, ২,৮১৯ জনের ওএমআর শিট বা উত্তর পত্রে কারচুপি ধরা পড়েছে।  এদের মধ্যে ১৯১১ জন সুপারিশপত্র পেয়েছিলেন বলে জানিয়েছেন সিদ্ধার্থবাবু। শুক্রবার এদেরই নিয়োগ বাতিল করা হয়। এসএসসি-র চেয়ারম্যান বলেন, আদালতের সময়সীমা মেনে তিন সপ্তাহের গোটা প্রক্রিয়া শেষ করার চেষ্টা করবে কমিশন। কাউন্সেলিংয়ের মাধ্যমে নিযুক্ত প্রার্থীদের তালিকাও প্রকাশ করা হবে।