এই মুহূর্তে জেলা

মধুচক্রের অভিযোগে উত্তাল চুঁচুড়ার কাপাসডাঙ্গা।

সুদীপ দাস, ৮ জানুয়ারি:- মধুচক্রের অভিযোগে উত্তাল হয়ে উঠলো চুঁচুড়ার ১নম্বর কাপাসডাঙ্গা এলাকা। ঘটনায় অভিযুক্ত এক মহিলাকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতের এই ঘটনায় রিতীমত উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকা। স্থানীয় সূত্রে খবর এলাকার এক ডেকরেটর ব্যাবসায়ী লালু চক্রবর্তী, তাঁর স্ত্রী এবং মেয়ের সাথে ওই বাড়িতে বছর ৩০এর এক মহিলা ভাড়া থাকতো। অভিযোগ ওই মহিলার দ্বারা মধুচক্রের আসর বসতো ওই বাড়িতে। শুক্রবার রাতে মদের আসর চলার সময় ওই বাড়িতে নিজেরা বচসায় জড়িয়ে পরে। ঘটনায় নিজেরা রিতিমত মারামারি-ভাঙচুর শুরু করে। চিৎকার চেঁচামেচিতে এলাকাবাসীরা ছুটে আসেন ওই বাড়িতে। বেগতিক বুঝে বাড়িতে আসা একাধিক মহিলা ও তাঁদের পুরুষ সঙ্গীরা চম্পট দেয়।

তবে লালুর পরিবার ও ওই বাড়িতে ভাড়া থাকা মহিলা স্থানীয়দের হাতে ধরা পরে যায়। এই নিয়ে চরম উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয়দের বক্তব্য ওই বাড়িতে রিতীমত মধুচক্র চলতো। ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় তৃণমূল নেতা তথা আইনজীবি নির্মল চক্রবর্তী বলেন বহুদিন ধরেই ওই বাড়িতে সন্দেহজনক কার্যকলাপ চলতো। কিন্তু প্রমানের অভাবে আমরা কিছু বলতে পারতাম না। আজ মধুচক্রের বিষয়টি আমরা হাতেনাতে ধরে ফেলেছি। রাতে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। সেখানে গিয়ে ভাড়াটিয়া মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়। লালু চক্রবর্তীর পরিবারকেও সাবধান করে যায় পুলিশ। এরপর পরিস্থিতি শান্ত হয়। বাড়িতে মদের আসর বসার কথা স্বীকার করলেও মধুচক্রের কথা অস্বীকার করে লালুর পরিবার। এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।