এই মুহূর্তে জেলা

মাত্র তিন বছর বয়সেই ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুললো আরামবাগের রিভান্স।


মহেশ্বর চক্রবর্তী, ১০ জানুয়ারি:- বিস্ময়কর শিশুর মেধাশক্তির পরিচয় পাওয়া গেলো আরামবাগে।মাত্র তিন বছর বয়সেই সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তোলে। প্রতিভাবান এই বিস্ময়কর শিশুর নাম রিভান্স নন্দী। সে এই শিশু বয়েসেই বলে দিতে পারে নানা দেশের রাজধানী থেকে শুরু করে রাজ্যের রাজধানি এবং পৃথিবীর বিখ্যাত মানুষের নাম থেকে শুরু করে অনায়াসেই সে জাতীয় সংগীত গাইতে পারে।পাশাপাশি ইংরাজী শব্দের বিপরীত শব্দও তার নাকি কন্টস্থ। শব্দ বলার সঙ্গে সঙ্গে তিন বছরের রিভান্স নন্দী বলে দেবে তার বিপরীত শব্দ। জন্ম থেকেই তার মধ্যে একটা ব্যতক্রমি প্রতিভা লক্ষ্য করতো তার মা ও বাবা। সেই প্রতিভার বিকাশ ধীরে ধীরে গড়ে ওঠে।

মা প্রিয়াঙ্কা নন্দী খেলার ছলে ছেলেকে পড়াশোনা করাতে শুরু করেন। অতিসহজেই শব্দগুলিকে মনে রাখতে পারছে কিনা তা পরীক্ষা করার জন্য পরেদিন আবার একই শব্দ ধরা হলে সে নাকি সহজেই বলে দিত। বহুমুখী প্রতিভার অধিকারি রিভান্স। ছোট রিভান্স বড়ো নাকি খেলার ছলে পড়াশোনা করার পাশাপাশি মোবাইলে কাটুন দেখতে ভালোবাসে। মাত্র আড়াই বছর বয়স থেকে সে পড়াশোনা শুরু করে। এমনটাই জানায় তার মা প্রিয়াঙ্কা নন্দী। আপনারা এর আগে হরিয়ানার ছোট কৌটিল্য পন্ডিতের কথা জেনে ছিলেন। সেও অনায়াসে রাজ্যের নাম থেকে দেশের নাম, রাজধানীর নাম ও মুখ্যমন্ত্রীদের নাম বলে দিতো।এই রখমই আর প্রতিভাধর শিশুর দেখা পাওয়া গেলো আরামবাগের সতীতলা এলাকায়। তার এই বিস্ময়কর প্রতিভায় পরিবার থেকে শুরু করে আরামবাগের মানুষ খুবই খুশি।