সুদীপ দাস, ৭ জানুয়ারি:- পরীক্ষা খারাপ হওয়ায় হাতের শীরা কেটে আত্মঘাতীর চেষ্টা এক স্কুল ছাত্রীর। গুরুতর জখম অবস্থায় ওই ছাত্রী বর্তমানে চুঁচুড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। আহত ছাত্রীর নাম ঊষষী দত্ত (১৭+)। বাড়ি চুঁচুড়ার প্রতাপপুরে। চুঁচুড়ায় ইমামবাড়ার কাছে একটি বেসরকারী ইংরেজী মাধ্যম স্কুলের ছাত্রী ঊষষী। ঊষষীর বাবা সঞ্জিৎ দত্তের বক্তব্য দিল্লী বোর্ড আয়োজিত ওই বিদ্যালয়ে আজ মেয়ের বায়োলজি পরীক্ষা ছিলো।
আগের দুটি পরীক্ষা খারাপ হওয়ায় মন খারাপ ছিলো ঊষষীর। আজ পরীক্ষার কথা পরিবার জানতো না। পরীক্ষা শুরু হওয়ার ঘন্টা খানেক পর স্কুল থেকে খবর এলে পরিবারের লোক বিষয়টি জানতে পারে। বিদ্যালয়ের প্রতিনিধিরা বলেন তাড়াতাড়ি স্কুলে জেতে। ঊষষী তখন রেডি হচ্ছে বলে ঘর বন্ধ করে দেয়। এরপর বহু ডাকাডাকি করেও সাড়া না মেলায় পাড়ার লোক চুঁচুড়া থানায় খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে অচৈতন্য অবস্থায় ঊষষীকে চুঁচুড়া হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে। তাঁর দু’হাতেরই শীরা কাটা রয়েছে।