কলকাতা , ৫ জানুয়ারি:- রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা আজ প্রকাশিত হল। ২০২২ সালের সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৭ কোটি ৪৩ লক্ষ ৮১০ জন। তার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৩ কোটি ৭৮ লক্ষ ৩৫১। মহিলা ভোটারের সংখ্যা ৩ কোটি ৬৪ লক্ষ ৯৮ হাজার ৮১৭। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ৬৪২ জন। খসড়া ভোটার তালিকায় প্রতি হাজার পুরুষ ভোটার পিছু মহিলা ভোটারের সংখ্যা ছিল ৯৬২। চূড়ান্ত ভোটার তালিকায় তা বেড়ে হয়েছে ৯৬৬। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরবচ্ছিন্ন ভাবে ভোটার তালিকা সংশোধনের কাজ চলবে। কোনও নাগরিকের নাম বাদ পড়লে তিনি কমিশন-নির্দিষ্ট টোল ফ্রি নম্বরে অভিযোগ জানাতে পারবেন।
Related Articles
রাজবলহাটে তৃণমূল-বিজেপি সংঘর্ষ থামাতে লাঠিচার্জ।
হুগলি, ৬ এপ্রিল:-জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রের রাজবলহাটে এদিন একটি বুথের বাইরে তৃণমূল এবং বিজিপির সমর্থকদের মধ্যে বচসার সৃষ্টি হয় । উভয় পক্ষই একে অপরের দিকে তেড়ে।এলাকায় তুমূল উত্তেজনার দেখা দেয়। তারপরে কেন্দ্রীয় বাহিনী হস্তক্ষেপ করে। উভয় পক্ষকে তারা লাঠি উঁচিয়ে সরিয়ে দেয়। পরে তৃণমূল এবং বিজেপিএকে অপরের দিকে অভিযোগের তীর ছুড়েছেন। Post Views: 253
দিনহাটায় তৃণমূল-বিজেপির সংঘর্ষের ঘটনা খতিয়ে দেখতে রাজ্যপাল।
কলকাতা, ২০ মার্চ:- কোচবিহারের দিনহাটায় তৃণমূল বিজেপি সংঘর্ষের ঘটনার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্যপাল সিভি আনন্দ বোস আজ সেখানে যাচ্ছেন। আজ দুপুরে সাড়ে বারোটা নাগাদ বিমানে তিনি বাগডোগরার উদ্দেশ্যে রওনা হন। সেখান থেকে সড়কপথে তিনি দিনহাটা যাবেন। উল্লেখ্য গতকাল রাতে কোচবিহারের দিনহাটায় তৃণমূল এবং বিজেপির সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয়৷ রাস্তায় নেমে হাতাহাতি করতে দেখা যায় […]
দুর্নীতিমুক্ত পঞ্চায়েত ব্যবস্থা গড়ার লক্ষ্যে অনলাইন ভেটিং চালুর সিদ্ধান্ত।
কলকাতা, ১৫ এপ্রিল:- দুর্নীতিমুক্ত সুসংহত ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে রাজ্য সরকার সব গ্রাম পঞ্চায়েতে অনলাইন ভেটিং চালুর সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় ইনস্টিটিউশনাল স্ট্রেনদেনিং অফ গ্রাম পঞ্চায়েত কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যের মোট ৩২২৭টি গ্রাম পঞ্চায়েতেই এই অনলাইন নজরদারি চালু হবে বলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর সূত্রে জানা গিয়েছে। এজন্য পেশাদার সংস্থা কে […]