কলকাতা, ৩ জানুয়ারি:- ১৪ জন আইএএস অফিসারকে সচিব স্তরে উন্নীত করা হল। তার মধ্যে তিন জেলাশাসকও রয়েছেন। তাঁরা হলেন দক্ষিণ ২৪ পরগনার পি উলগানাথন, মুর্শিদাবাদের শরদ দ্বিবেদী এবং পশ্চিম মেদিনীপুরের রেশমি কোমল। তবে পদোন্নতি হলেও তিনজনই জেলাশাসক পদে থাকছেন। এছাড়াও ওই তালিকায় রয়েছেন, কলকাতা পুরসভার বিশেষ কমিশনার তাপস চৌধুরী, নারী-শিশুকল্যাণ দপ্তরের বিশেষ সচিব রণধীর কুমার, শ্রমদপ্তরের ডিরেক্টর তন্ময় চক্রবর্তী, কেএমডিএ’র সিইও অন্তরা আচার্য, স্বাস্থ্যদপ্তরের সিনিয়র বিশেষ সচিব রত্নাকর রাও, সমাজকল্যাণ দপ্তরের ডিরেক্টর মধুমিতা সিংহরায়, বিদ্যুৎ রেগুলেটরি কমিশনের সচিব মৌসুমী গুহরায়, সংখ্যালঘু দপ্তরের সিনিয়র বিশেষ সচিব ওবাইদুর রহমান, অনগ্রসর সম্প্রদায়ের উন্নয়ন দপ্তরের সিনিয়র বিশেষ সচিব অতনু চট্টোপাধ্যায় এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সিনিয়র বিশেষ সচিব এন ডব্লিউ ভুটিয়া।
কৃষিদপ্তরের সিনিয়র বিশেষ সচিব মসির আলমকে স্বাস্থ্য দপ্তরের সচিব করা হয়েছে। ১৪ জন আইএএস অফিসারের মধ্যে একজনকে অন্য দপ্তরে বদলি করা হয়েছে, বাকি সকলে বর্তমান পোস্টিংয়ে রয়ে গেলেন।