কলকাতা, ৩ জানুয়ারি:- ২২শে জানুয়ারিই ভোট হবে। নির্ধারিত সময়সূচি মেনেই হবে। চার পুরসভার ভোট। তবে মানতে হবে বেশ কিছু বিধি নিয়ম। মুখ্য সচিব সাস্থ সচিবের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত রাজ্য নির্বাচন কমিশনের। প্রচারের থেকে শুরু করে ভোট হবে বিধি নিয়ম মেনে। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে। আপাতত ভোটের দিনখন পরিবর্তন হবে না। তার জন্যে প্রয়োজন রাজ্য সরকারের সাহায্য। রাজ্য সাহায্য করবে বলে সম্মতি মিলেছে এমনটাই খবর রাজ্য নির্বাচন কমিশন সূত্রে।