এই মুহূর্তে জেলা

কাঁচামালের অভাব দেখিয়ে বন্ধ গোন্দলপাড়া জুট মিল।

হুগলি, ১ জানুয়ারি:- শ্রমিক মালিক অসন্তোষের জেরে নতুন বছরের প্রথম দিনেই বন্ধ হয়ে গেল চন্দননগরের গোন্দোলপাড়া জুট মিল। ফলে কাজ হারালো প্রায় পাঁচ হাজার শ্রমিক। সকালে কাজে যোগ দিতে এসে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস দেখে ক্ষোভে ফেটে পড়ে। নতুন বছরে বাবু আমাদের ভালো বাসলেন। চন্দননগরে গোন্দলপাড়া জুটমিল বন্ধ হতেই এই প্রতিক্রিয়া দিল শ্রমিকরা। আড়াই বছর বন্ধ হওয়ার পর ২০২০ সালের নভেম্বর মাসে এই জুটমিল খুলেছিল।

বছর ঘুরতেই আবার সাসপেনশন অফ ওয়ার্কার এর নোটিশ ঝুলিয়ে দিল গোন্দলপাড়া জুটমিল কর্তৃপক্ষ। পাটের দাম বেশি তাই মিল চালাতে পারছে না এই দোহাই দিয়ে মিল বন্ধ করে দেওয়া হল। হটাৎ করে মিল বন্ধ করায় শ্রমিক ও তার পরিবার গুলি খুবই সমষ্যার মধ্যে পড়ল। শ্রমিকদের দাবি এই মিলের গোডাউন থেকেই কাঁচা পাট অন্য মিলে সরিয়ে নিয়েই কার্যত ইচ্ছাকৃতভাবে ভাবে এই মিলে পাটের অভাব সৃষ্টি করিয়ে কর্তৃপক্ষ এই মিল বন্ধ করলো। সামনে চন্দননগর পৌরনিগমের নির্বাচন, ফলে এই মিল বন্ধ হয় কিছুটা হলেও অস্বস্তিতে পড়বে শাসকদল ধারণা সাধারণ মানুষের