এই মুহূর্তে জেলা

বেহাল পরিষেবা। খানাখন্দভরা রাস্তা। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ হাওড়ায়।

হাওড়া, ২৬ ডিসেম্বর:- বেহাল পরিষেবা। খানাখন্দভরা রাস্তা। নর্দমা উপচে রাস্তায় জমে রয়েছে নোংরা জল। এর প্রতিবাদে রবিবার সকালে রাস্তা অবরোধ করে বিক্ষোভ হলো হাওড়ায়। বেহাল পৌর পরিষেবার অভিযোগ উঠেছে হাওড়া পুরসভার ৬৩ নম্বর ওয়ার্ডে। স্থানীয় নতুন পাড়ার বিস্তীর্ণ এলাকা রাস্তা ভাঙাচোরা অবস্থায় রয়েছে।

রাস্তায় নোংরা জল জমে রয়েছে। নর্দমায় জমে রয়েছে পচা জল। বেহাল হয়ে পড়েছে নিকাশি ব্যবস্থা। প্রশাসনের বিভিন্ন স্তরে বারংবার জানিয়েও কোনও সুরাহা মেলেনি বলে স্থানীয়দের অভিযোগ। এলাকার মানুষ এরই প্রতিবাদে রবিবার সকালে পথে নেমে বিক্ষোভ দেখান।