এই মুহূর্তে জেলা

জেলায় ১ম “কল ডোনার ব্লাড ব্যাঙ্ক” চালু হুগলীতে।

সুদীপ দাস, ২২ ডিসেম্বর:- জনসাধারনের আরোগ্য কামনায় আরও একটি নতুন উদ্যোগ “চুঁচুড়া আরোগ্য”-র। বুধবার থেকে এই স্বেচ্ছাসেবী সংগঠনের হাত ধরে চালু হলো জেলার ১ম “কল ডোনার ব্লাড ব্যাঙ্ক”। অর্থাৎ প্রয়োজনে আপনার “দুয়ারে রক্তদাতা”। চুঁচুড়া আরোগ্য দীর্ঘদিন ধরেই বছরে এক থেকে একাধিকবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে আসছে। তবে বহু ক্ষেত্রেই ব্লাড ব্যাঙ্কে নির্দিষ্ট গ্রুপের রক্ত না থাকায় রক্তদাতার প্রয়োজন পরে। কোভিড আবহের পর ডোনারের প্রয়োজন অধিক থেকে অধিকতর হয়েছে। বিশেষ করে নেগেটিভ গ্রুপের রক্তের জন্য অনেক সময়ই হাহাকার পরে যায়। সেই কথা চিন্তা করেই কল ডোনার ব্লাড ব্যাঙ্ক খোলার সিদ্ধান্ত নেয় আরোগ্য। চুঁচুডা আরোগ্যর পৃষ্ঠপোষক ইন্দ্রজিৎ দত্তের উদ্যোগে সংগঠনের গোটা টিম এদিন উপস্থিত ছিলো।

সংস্থার সদর দফতর চুঁচুড়ার কারবালা মোড়ে আয়োজিত এই অনুষ্ঠানে এদিন ডোনার ব্যাঙ্কে নাম নথিভুক্ত করনের পাশাপাশি এক স্বেচ্ছায় রক্তদান শিবিরও আয়োজিত হয়। রক্তদাতাদের তথ্য সম্বলিত খাতা খুলে ব্যাঙ্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুঁচুড়া হাসপাতালের স্বনামধন্য শল্য চিকিৎসক প্রকাশ সামন্ত। উপস্থিত ছিলেন চুঁচুড়ার উপ-পুরপ্রশাসক অমিত রায়, প্রখ্যাত চিত্রশিল্পী তপন সাহা সহ বহু বিশিষ্টজনেরা। চিকিৎসক প্রকাশ সামন্ত বলেন চুঁচুড়া আরোগ্যর অভূতপূর্ব উদ্যোগ। সাধারনের আরোগ্য কামনায় এক ফোনেই রক্তদাতা হাজির হয়ে যাবেন আপনার দরবারে। আরোগ্যর পৃষ্ঠপোষক ইন্দ্রজিৎ দত্ত বলেন বহু মানুষ প্রয়োজনে রক্ত পান না। অনেক সময়েই দেখা যায় ব্লাড ব্যাঙ্কে নির্দিষ্ট গ্রুপের রক্ত না থাকায় রুগীরা মরনাপন্ন হয়ে ওঠেন। প্রথম দিনই ৫৫০জনের বেশী মানুষ এই ব্যাঙ্কে নাম লেখান। এখন ৩৬৫দিন ২৪ঘন্টা আমাদের নাম্বারে ফোন করলে নির্দিষ্ট গ্রুপের রক্তদাতা দুয়ারে পৌঁছে যাবে। আমরা চাই একজন মানুষও যেন রক্তের অভাবে প্রান না হারান!