এই মুহূর্তে কলকাতা

দুর্গোৎসবকে হেরিটেজ তকমা দেওয়ায় শহরের পুজো উদ্যোক্তাদের বর্ণময় পদযাত্রা।

কলকাতা, ২২ ডিসেম্বর:- ইউনেস্কো বাংলার দুর্গোৎসবকে হেরিটেজ তকমা দেওয়ায় শহরের পুজো উদ্যোক্তাদের তরফে আজ কলকাতায় বর্ণময় পদযাত্রার আয়োজন করা হয়। অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে থেকে শুরু হয়ে ডোরিনা ক্রসিং পর্যন্ত যায় ওই পদযাত্রা। ঢাক-ঢোল বাজিয়ে হাতে পোস্টার, বেলুন নিয়ে পদযাত্রায় সামিল হন পুজো উদ্যোক্তারা। পদযাত্রায় উপস্থিত ছিলেন দেবাশিষ কুমার, চন্দ্রীমা ভট্টাচার্য প্রমুখ। গত ১৫ ডিসেম্বর ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে হিন্দু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। ইউনেস্কোর ইনট্যানজিবল হেরিটেজের স্বীকৃতি পেয়েছে শারদোৎসব। ১৩-১৮ ডিসেম্বর পর্যন্ত ফ্রান্সের প্যারিসে আয়োজিত হচ্ছে ইন্টারগভর্নমেন্ট কমিটির ষষ্ঠদশ অধিবেশন। সেই অধিবেশনেই কলকাতার দুর্গাপুজোকে ইউনেস্কোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটির তালিকায় স্থান দেওয়া হয়েছে। এই স্বীকৃতি পাওয়ার পর টুইট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।