এই মুহূর্তে জেলা

সামাজিক কাজে এগিয়ে এলেন রেল পুলিশের কর্মীরা।

 

হাওড়া,২২ ফেব্রুয়ারি:-  প্ল্যাটফর্মে ঘুরে অতন্দ্র প্রহরীর মতো ওরা রেল যাত্রীদের সুরক্ষা দেন। যাত্রীরা বিপজ্জনকভাবে কখনও লাইন পারাপার করলে ওরাই আবার সাবধান করেন। কখনও আবার ট্রেনে তল্লাশি চালিয়ে বেআইনি কারবার বন্ধ করেন। ওরা রেল পুলিশ। যাত্রীদের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি তারাও চান রক্তের সঙ্কট মেটাতে। সেই বার্তা নিয়ে ‘রক্তদান জীবন দান’ এই মহতী স্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিংয়ের অঙ্গ হিসেবে শনিবার এক রক্তদান শিবিরের আয়োজন করেছিল বেলুড় জিআরপি থানা। এই অনুষ্ঠানের সূচনা করেন হাওড়ার রেল পুলিশ সুপার কে কান্নান। উপস্থিত ছিলেন জিআরপির আধিকারিকরা। রক্তদাতাদের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে স্বাগত জানান রেল পুলিশ সুপার। এদিন প্রায় ৬০ জন রক্তদান করেন।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.