আরামবাগ, ১৬ ডিসেম্বর:- টানা ২ দিন ব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন। ১৬ ও ১৭ই ডিসেম্বর রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণের প্রতিবাদেই এই ২ দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়। সারা দেশের পাশাপাশি আরামবাগেও ব্যাঙ্ক কর্মীরা রাস্তায় নেমে ব্যাঙ্ক ধর্মঘট পালন করে। এই ২ দিনের ধর্মঘটের জেরেই আবারও বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্কের পরিষেবা। ডিসেম্বর মাসে বেশ কয়েকটি ছুটি-ধর্মঘট সব মিলিয়েই ব্যাহত হতে চলেছে ব্যাঙ্কের পরিষেবা। যার ফলে অসুবিধায় পড়ে গ্রাহকরা। বছর শেষ হওয়ার আগেই ফের ধর্মঘট। সমস্যায় পড়ে গ্রাহকরা। এদিন আরামবাগের ব্যাঙ্ক কর্মীরা ধর্মঘট সফল করতে রাস্তায় নামে। ব্যাঙ্কের যাতে বেসরকারি করন না হয় সেই বিষয়ে প্রতিবাদ জানায় তারা।
