কলকাতা, ১৪ ডিসেম্বর:- কলকাতা পুরসভার ভোট অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বদ্ধ পরিকর রাজ্য নির্বাচন কমিশন। ভোট গ্রহণের পাঁচদিন আগে পুলিশ প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করে সেকথা স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হল কমিশনের তরফে। অবাধ ভোট গ্রহণের লক্ষ্য়ে বিরোধীদের অভিযোগ গুরুত্ব দিয়ে দেখতে এবং তার দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে ভিডিও কনফারেন্সের মাধ্যেমে ভোটের দ্বায়িত্বে থাকা প্রশসানের কর্তাদের সঙ্গে বৈঠক করা হয়। রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের পৌরহিত্যে ওই বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক, কলকাতার পুলিশ কমিশনার, কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার, এডিজি আইন-শৃঙ্খলা, ১৬ জন পর্যবেক্ষক, বিশেষ পর্যবেক্ষক এবং ৯ জন ডেপুটি কমিশনার। সেই বৈঠকে কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়
১) প্রত্যেকটি রাজনৈতিক দলের অভাব-অভিযোগ গুরুত্ব দিয়ে দেখতে হবে শুনতে হবে এবং ২৪ ঘন্টার মধ্যে সেই অভাব-অভিযোগের নিরসন করতে হবে। ২) রাজ্য নির্বাচন কমিশনের আইনে যা বলা আছে সেই আইন মোতাবেক কাজ করতে হবে সকলকে। ৩) রাজ্য নির্বাচন কমিশন সম্পর্কে মানুষের কাছে যাতে ভুল বার্তা না যায় সেদিকে সকলকে নজর রাখতে হবে। ৪) রাজ্য নির্বাচন কমিশনের আইন বহির্ভূত কোনো কাজ কেউ করলে তা প্রথমেই আইনানুগ ব্যবস্থা না নিয়ে সমঝোতার মধ্যে দিয়ে সমাধান করার চেষ্টা করতে হবে। ৫) আগামীকাল বেলা ১২টার মধ্যে ১৪৪ টি ওয়ার্ডের সব বুথে কিভাবে সিসিটিভি লাগানো যাবে তার পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক এবং কলকাতার পুলিশ কমিশনারকে।
আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভায় ভোট। মনোনয়ন পর্ব ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। এখন জোর কদমে চলছে প্রচারাভিযান। তবে এখনও পর্যন্ত কোনও প্রচার নিয়ে বড় গোলমালের খবর সামনে আসেনি। তবে বিরোধীরা নিয়ম করে ছোটখাটো গোলমালের অভিযোগ করছেন রাজ্য নির্বাচন কমিশনের কাছে। এর জেরেই রাজ্য নির্বাচন কমিশনার এই নির্দেশ দিয়েছেন বলে ধারণা ওয়াকিবহাল মহলের।