এই মুহূর্তে কলকাতা

এবার থেকেস্বাস্থ্যসাথী না থাকলেও লক্ষীর ভান্ডারের আবেদন করা যাবে।

কলকাতা, ৯ নভেম্বর:- মহিলাদের স্বাস্থ্য সাথী কার্ড না থাকলেও লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। রাজ্য বিধানসভায় আজ নারীর ক্ষমতায়নে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে এক আলোচনায় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন, যাদের স্বাস্থ্য সাথী কার্ড নেই তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন। ইতিমধ্যেই ১কোটি ৩৩লক্ষ মহিলা লক্ষীর ভান্ডারের অর্থ সরাসরি ব্যাংকের মাধ্যমে পেয়েছেন।

সেপ্টেম্বর,অক্টোবর এবং নভেম্বর মাসের বকেয়া টাকাও তারা শীঘ্রই পেয়ে যাবেন। শ্রীমতি পাঁজা বলেন,কোভিড পরিস্থিতিতেও লক্ষীর ভান্ডার প্রকল্পে ১৩হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি কন্যাশ্রী প্রকল্পে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে। এছাড়া পেনশন প্রকল্প, রূপশ্রী প্রকল্পেও মহিলারা সুবিধা পেয়েছেন। অন্যদিকে কোভিডের সময়ে রাজ্য সরকার মানুষের পাশে দাঁড়িয়েছে এবং স্নেহ ছায়া প্রকল্পের মাধ্যমে কোভিড আক্রান্তদের সহায়তা করা হয়েছে বলে মন্ত্রী জানিয়েছেন।