এই মুহূর্তে কলকাতা

এক দেশ এক রেশন কার্ড প্রকল্পের আওতায় যুক্ত হচ্ছে এ রাজ্য।


কলকাতা, ১৩ ডিসেম্বর:- এক দেশ এক রেশন কার্ড প্রকল্পের আওতায় যুক্ত হয়েছে এ রাজ্য। নতুন ব্যবস্থায় রেশনে খাদ্যশস্য তোলার জন্য গ্রাহকদের আধার নম্বর যাচাই করা জরুরি। কিন্তু এই পদ্ধতি মেনে রেশন তুলতে গিয়ে অসুবিধায় পড়ছেন বহু গ্রাহক বায়োমেট্রিক তথ্য না মেলায় তাঁদের বরাদ্দ নেশন দেওয়া যাচ্ছে না বলে বিভিন্ন জেলা থেকে খবর আসছে। এমত অবস্থায় প্রকৃত গ্রাহকরা যাতে রেশন পাওয়া থেকে বঞ্চিত না হন সেটা গুরুত্ব দিয়ে দেখছে রাজ্য সরকার। তাঁদের কাউকেই যাতে খালি হাতে ফিরতে না হয় সেটাই নিশ্চিত করতে চাইছে নবান্ন ও খাদ্য দফতর। আর তার নিরিখেই জারি করা হয়েছে নতুন নির্দেশিকা। খাদ্য দফতর সূত্রের খবর, মূলত বয়সজনিত কারণে একাধিক গ্রাহকের আধার নম্বর ই-পস যন্ত্রে যাচাই করা সম্ভব হচ্ছে না।

আবার গ্রামীণ কিছু এলাকায় ইন্টারনেট পরিষেবা যথেষ্ট দুর্বল। এর জেরে আধার কার্ডের নম্বর যাচাই করাটা সমস্যার।এদিকে আধার নম্বর যাচাই না করে রেশন দিতে চাইছেন না ডিলারদের একাংশ। তাঁদের দাবি, এভাবে রেশন দিলে উপরমহলে জবাবদিহি করতে হয়। এই সব জটিলতার জেরে রেশন না নিয়েই ফিরতে হয়েছে গ্রাহকদের এমন নজিরও রয়েছে। তবে এবার এনিয়ে খাদ্য দফতরের স্থানীয় পর্যায়ের আধিকারিকদের বিশেষ নির্দেশ দিয়েছে নবান্ন। মূলত বৈধ গ্রাহক যাতে রেশন থেকে বঞ্চিত না হন সেটাই নিশ্চিত করতে চাইছে রাজ্য সরকার। সেই নির্দেশ অনুসারে কোন গ্রাহক যদি তাঁর আধার নম্বরটি ঠিকঠাক বলতে পারেন, অথচ বায়োমেট্রিক পদ্ধতিতে তাঁর আধার নম্বর যাচাই করা যাচ্ছে না তবুও তিনি রেশন পাবেন। পাশাপাশি তাঁর আধার নম্বর যদি সংযুক্ত না থাকে সেটাও করে দেওয়ার কথা বলা হয়েছে।