কলকাতা, ২0 মে:- বেআইনি বাজি কারখানার শ্রমিকদের পূনর্বাসনের জন্য রাজ্য সরকার বিশেষ ভাবে উদ্যোগী হচ্ছে। এগরায় বাজি কারখানায় বিস্ফোরণের পর সরকারের নির্দেশে বেআইনি বাজি কারখানার বিরুদ্ধে রাজ্যজুড়ে অভিযান শুরু হয়েছে। কিন্তু কারখানা বন্ধ হয়ে গেলেও সেখানকার শ্রমিকদের জীবন জীবিকা রক্ষার বিষয়টিকেও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
পঞ্চায়েত, সমাজ কল্যাণ, সমবায় সহ রাজ্য সরকারের একাধিক দফতরকে নিয়ে এই সব শ্রমিকদের পূনর্বাসনের একটি পরিকল্পনা তৈরির কথা ভাবা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। পাশাপাশি রাজ্যের সর্বত্র বেআইনি বাজি কারখানা সম্পূর্ণ ভাবে বন্ধ করতে এই সংক্রান্ত একটি বিস্তারিত তথ্য ভান্ডার তৈরি করা হচ্ছে। এই তথ্য ভান্ডার অনুযায়ী রাজ্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্স জেলায় জেলায় অভিযান চালাবে।ইতিমধ্যেই হাওড়া, হুগলি, বীরভূৃম, উত্তর ২৪ পরগণার মতো বিভিন্ন জেলায় বেআইনি বাজি কারখানায় অভিযান চালিয়ে পুলিশ প্রচুর বাজি ও মশলা উদ্ধার করেছে।