এই মুহূর্তে কলকাতা

পিছিয়ে পড়া বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দেবার আওয়াজ তুললেন দিলীপ ঘোষ।


নিউটাউন, ২২ জুন:- আজ সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে আসেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন রাজ্য সরকার তাদেরকে ভোটের আগে কিছু এঁটো কাঁটা ছড়িয়ে দিয়ে ভোট চাইছে, মহিলাদের ৫০০ টাকা করে ভাতা দিলেন ভোটের আগে আদিবাসীদের ১০০০ টাকা করে ভাতা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভোট শেষ হয়ে গেলে বলছে টাকা নেই। স্বাধীনতার পর থেকে সবাই বঞ্চনা করেছে এই সব মানুষের সাথে, সেই কারণে বিরোধীদের ভোট দিয়েছে তারা।তাদের অদিকার ফিরিয়ে দিক রাজ্য সরকার। তাদের অধিকার থেকে বঞ্চিত বলেই এই আওয়াজ তারা তুলছে বলে মত দিলীপ বাবুর