এই মুহূর্তে জেলা

হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের রাস্তায় ফের দুর্ঘটনা।


হাওড়া, ১২ ডিসেম্বর:- ডুমুরজলা স্টেডিয়ামের রাস্তায় বেপরোয়া বাইক চালানোর কারণে দুর্ঘটনায় গুরুতর জখম হলেন এক সাইকেল আরোহী। রবিবার সকালে ওই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, এদিন এক যুবক সাইকেলে স্টেডিয়ামের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ওই সময় দুই কিশোর বেপরোয়াভাবে মোটরবাইক নিয়ে ওই সাইকেল আরোহীকে ধাক্কা মারে। ঘটনায় গুরুতরভাবে জখম হন ওই সাইকেল আরোহী। বাইক চালক ও তার সঙ্গী ছিটকে গিয়ে পড়ে রাস্তার উপরে। এই ঘটনায় সাইকেল ও মোটরবাইক দুটোই ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর স্থানীয়রা জখম যুবককে উদ্ধার করে তাকে শুশ্রূষা করেন। এবং অভিযুক্ত দুই বাইক আরোহীকে আটকে রেখে পুলিশকে খবর দেন।

ঘটনাস্থলে চ্যাটার্জিহাট থানার পুলিশ গিয়ে দুই অভিযুক্তকে আটক করে নিয়ে যায়। জখম সাইকেল আরোহীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। স্থানীয়দের অভিযোগ, স্টেডিয়ামের রাস্তায় সকাল থেকে রাত পর্যন্ত সব সময় ভিড় থাকে। সকালের দিকে শরীরচর্চার জন্য যেমন মানুষ আসেন, তেমনই রাস্তার ধারে বাজার বসার কারণে সেই এলাকায় বাজারহাট করতে আসেন অনেকে। এছাড়াও স্টেডিয়াম সংলগ্ন আশেপাশের এলাকার মানুষ বিভিন্ন দিকে যাওয়ার জন্য ব্যবহার করেন ওই স্টেডিয়ামের রাস্তাটিকে। স্বাভাবিক কারণেই রাস্তায় প্রায় সব সময় ভিড় থাকে। তারই মধ্যে বেপরোয়াভাবে প্রায়শই এইভাবে মোটরবাইক চলাচল করে বলে অভিযোগ। এলাকায় ওই রাস্তায় সিসি ক্যামেরার সংখ্যা বাড়ানোর সাথে সাথে পুলিশি নজরদারি বাড়ানোর দাবি জানান স্থানীয়রা।