এই মুহূর্তে কলকাতা

আর টি পিসি আর টেষ্টের খরচ আরও কমিয়ে দিল বিমান বন্দর কতৃপক্ষ।

কলকাতা, ৯ ডিসেম্বর:- বিমান বন্দর কতৃপক্ষ ৮ই ডিসেম্বর ২০২১ থেকে আর টি পিসি আর টেষ্টের খরচ আরও কমিয়ে দিল। এখন থেকে আর টি পিসিআর এর জন্য ৭০০ টাকার বদলে ৬০০ টাকা দিতে হবে আর রাপিড আরটিপিসিআর এর জন্য ৩৬০০ র বদলে ২৯০০ টাকা লাগবে। ঝুঁকিপূর্ণ দেশগুলি থেকে আসা সব যাত্রীর টেষ্ট করানো বাধ্যতামূলক। অন্য দেশ থেকে আসা ২% যাত্রীর টেষ্ট করানো হয়। আরটিপিসিআর টেষ্টের জন্য ৪-৬ ঘন্টা সময় লাগে এবং রাপিড টেষ্টের জন্য লাগে ৩০ -৪৫ মিনিট। যাত্রীরা চাইলে নির্দিষ্ট লিঙ্কের মাধ্যমে আগে থেকেই টেষ্ট বুক করতে পারবে।