এই মুহূর্তে খেলাধুলা

২০২১ আইপিএলে খেলতে পারে ৯ দল! থাকছে বেশ কিছু চমক

স্পোর্টস ডেস্ক , ১১ নভেম্বর:- মরুশহরে আইপিএল ২০২০ শেষ, সামনে এবার আইপিএল ২০২১-র পরিকল্পনা। সেখানেই এবার ৯ দলের টুর্নামেন্ট নিয়ে জোর জল্পনা শুরু। আগামী বছর ৮-এর পরিবর্তে ৯টি দলের আইপিএল ২০২১ হতে পারে। ইতিমধ্যেই এক সাক্ষাৎকারে আগামী বছর এপ্রিলে ভারতের মাটিতে আইপিএল আয়োজন নিয়ে বিসিসিআই সভাপতি আশ্বাস দিয়েছেন। সূত্রের খবর আসন্ন আইপিএল ২০২১ তে গুজরাত থেকে নতুন দল খেলতে পারে। অতীতে ২০১৬-২০১৭, দুই মরসুমে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস নির্বাসিত থাকলে পরিবর্ত হিসেবে গুজরাত লায়ন্স ও রাইজিং পুনে সুপারজায়েন্ট দল আইপিএল খেলেছে।

আইপিএল ২০২১-এর আগে নিলাম নিয়েও বিসিসিআই পরিকল্পনা তৈরি করছে বলে জানা গিয়েছে। করোনা ধাক্কায় এবছর টুর্নামেন্ট পিছিয়ে সেপ্টেম্বরে শুরু হয়। ফলে আগামী মরসুমে এপ্রিলে টুর্নামেন্ট শুরু হলে, মাঝের কয়েক মাসের বিরতি। এই সময়ের মধ্যে পরিকল্পনা সাজিয়ে নিলাম করা কঠিন বলেই তা বাতিলের সম্ভাবনার কথা জানা গিয়েছিল। কিন্তু আইপিএল ২০২০-র দারুণ সাফল্যর পর আসন্ন মরসুমে আরও এক আইপিএল দল জুড়লে, বিসিসিআই মেগা নিলাম করা নিয়ে ভাবছে বলে জানা গিয়েছে। দেশের মাটিতে আইপিএল হলে, সেক্ষেত্রে গুজরাত থেকে নতুন দল খেললে পৃথিবীর সবচেয়ে বেশি আসনসংখ্যার মোতেরা স্টেডিয়াম নতুন ফ্র্যাঞ্চাইজির হোম গ্রাউন্ড হতে পারে।