উঃ২৪পরগনা, ২ ডিসেম্বর:- ব্যারাকপুর এর প্রাক্তন সংসদ তথা বর্ষিয়ান সিপিআইএম নেতা তড়িৎ বরন তোপদারের ব্যারাকপুর মসজিদ রোডের বাড়িতে বৃহস্পতিবার দুপুরে এসে সাক্ষাৎ করলেন ব্যারাকপুরের বর্তমান সংসদ তথা রাজ্য বিজেপির সহ-সভাপতি অর্জুন সিং।
২ রাজ নীতিবিধের সাক্ষাতে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে জল্পনা কিন্তু তড়িৎ বরন তোপদার ও অর্জুন সিংয়ের বক্তব্য পারিবারিক একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতেই উপস্থিত হয়েছিলেন অর্জুন সিং। অপরদিকে ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক তথা তৃণমূল কংগ্রেস নেতা উত্তম দাস জানান তড়িৎ বরন তোপদার ও অর্জুন সিংকে সকলে মামা ভাগ্নে হিসেবেই চেনেন। সেই কারণে তারা কি জন্য সাক্ষাৎ করলেন সেই বিষয়ে তারাই বলতে পারবেন।