হুগলি , ২৩ মে:- আমি সবাই কে বলেছি থানায় থানায় রাজ্যপালের বিরুদ্ধে ডায়েরি করতে। যখন উনি রাজ্যপাল থাকবেন না। তখন কেস গুলি স্টার্ট করে ওকে প্রেসিডেন্সি জেলে যাতে ঢোকানো যায়। রবিবার রিষড়ায় করোনা ত্রাণ বিলি করতে এসে এভাবেই রাজ্যপালকে একহাত নিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সিবিআই কে ডেকে এনে রাজ্যপাল তৃণমূলের নেতা মন্ত্রীদের গ্রেপ্তার করিয়েছেন। রাজ্যপালের মোবাইল ফোন, দপ্তরের ফোন সহ রাজভবনের আমলাদের ফোন পরীক্ষা করে তদন্ত করলেই সব পরিস্কার হয়ে যাবে।
একটাই কাজ সকাল থেকে সন্ধ্যা অবধি তৃণমূলের বিরুদ্ধে কুৎসা করা। আসলে বিজেপির যে সমস্ত নেতা মন্ত্রীরা উত্তরপ্রদেশ, গুজরাট, বিহার থেকে এসে বড় বড় কথা বলে ছিলেন। এই করোনার সময়ে তারা হাওয়া হয়ে গিয়েছেন। আমরা কিন্তু মানুষের জন্য কাজ করছি। কল্যাণ বাবু বলেন ভারতবর্ষের মানুষ ২০২৪ এর জন্য অপেক্ষা করে আছেন। এই বিজেপিকে ২০২৪ মানুষ ক্ষমতা থেকে সরিয়ে দেবার জন্য। এবং সেই দিনই ভারতবর্ষের মানুষ দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করবেন। এ দিনের কর্মসূচিতে সাংসদ ছাড়াও হাজির ছিলেন রিষড়া ও শ্রীরামপুরের দুই বিদায়ী পুরপ্রধান বিজয় মিশ্র ও অমিয় মুখোপাধ্যায়।