এই মুহূর্তে জেলা

চোখের জলে মাকে বিদায় চন্দননগরবাসীর।

তরুণ মুখোপাধ্যায়, ১৪ নভেম্বর:- জগদ্বিখ্যাত চন্দননগরের জগদ্ধাত্রীর বিসর্জনের মুহূর্ত শুরু হয়ে গেছে গত চারদিন লক্ষ লক্ষ মানুষ এই উৎসবে অংশ নিয়েছিলেন। সুন্দর সুন্দর মণ্ডপ অনিন্দ্যসুন্দর প্রতিমা আলোর জাদুকরিতে মোহিত হয়েছিলেন দর্শনার্থীরা। আজকে বিদায় বেলায় চন্দননগর বাসীর চোখের জল। -মাতৃ বরণের পালা ইতিমধ্যে বিভিন্ন ক্লাবের প্রতিমা যাত্রা শুরু করেছে চন্দননগরে গঙ্গার ঘাটের দিকে। চন্দননগরের প্রতিমা বিসর্জন একটা দেখার মতন বিষয়। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি পৃথিবীর বহু দেশের মানুষ চন্দননগরের আসতেন বিষর্ণন প্রত্যক্ষ করতে। কিন্তু গত দু’বছর করোনারি মহামারী সারা বিশ্বজুড়ে। যাতে থমকে গেছে সবকিছু। বাদ যায়নি বিভিন্ন পূজা পার্বণ অনুষ্ঠান ফলে প্রশাসনের নির্দেশমতো মাত্র ৫০ জন মানুষকে নিয়ে এই শোভাযাত্রা পর্ব শুরু হয়েছে।