এই মুহূর্তে জেলা

বাজী ব্যবসায়ীদের নিয়ে সচেতনতা শিবির ডানকুনিতে।

হুগলি, ২ নভেম্বর:- হুগলির চন্দননগর পুলিশ কমিশনারেটের ডানকুনি থানার আই সি তাপস সিনহার উদ্যোগে নিষিদ্ধ বাজীর দোকান ও বাজীর ব্যাবসায়ীদের বাজীর ব্যবসা করবার উপর নিষেধাজ্ঞা ও সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো।এদিন বাজি নিয়ে সচেতনতার উপর উপর বৈঠক করলেন পুলিশ আধিকারিক ও ব্যাবসায়ীরা।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন হুগলির ডানকুনি পৌরসভার সদস্য তথা এম আই সি, কল্লোল বন্দ্যোপাধ্যায়, কবিরুল ইসলাম। চন্দননগর পুলিশ কমিশনারেটের এস সি পি, ডানকুনির থানার আই সি তাপস সিনহা সহ ডানকুনির থানার অন্যান্য পুলিশের কর্মীরা।