এই মুহূর্তে জেলা

ছটপুজোয় হাওড়ার বিভিন্ন ঘাটে পুণ্যার্থীদের উপচে পড়া ভীড়।

হাওড়া, ১১ নভেম্বর:- লোকআস্থা মহাপর্ব ছটপুজোর আজ শেষ দিন। ভোররাত থেকেই পুণ্যার্থীদের গঙ্গার ঘাট অভিমুখে যেতে দেখা গেল। সেখানে দীর্ঘক্ষণ পুণ্যার্থীরা গঙ্গার জলের মধ্যে দাঁড়িয়ে ছিলেন সূর্য ওঠার অপেক্ষায়। সূর্যের আলো ফোটার পর শুরু হয় সূর্যদেবের পুজো, আরাধনা। সূর্যদেবের পুজো করার পরে পুণ্যার্থীরা ঘরের উদ্দেশ্যে রওনা দেন।

হাওড়ায় গঙ্গার বিভিন্ন ঘাটে লক্ষাধিক মানুষের উপচে পড়া ভিড় চোখে পড়েছে। রামকৃষ্ণপুর, শিবপুর সহ প্রতিটি ঘাটেই ছিল পুণ্যার্থীদের ভীড়। নিরাপত্তার কারণে সেখানে কড়া নজরদারি চালানো হচ্ছে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে। পুলিশের আধিকারিকরাও সেখানে উপস্থিত রয়েছেন। আজ, শেষ পুজোর দিন প্রসাদ ‘ঠেকুয়া’ বিতরণ করতে দেখা গেছে পুণ্যার্থীদের।