এই মুহূর্তে জেলা

হাওড়ায় মা ও ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার। মালিপাঁচঘড়ায় চাঞ্চল্য।

হাওড়া, ৯ নভেম্বর:- ঘরের মধ্যে থেকে উদ্ধার মা ও ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হাওড়ায়। ঘটনাটি ঘটেছে ঘুসুড়ি এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা দেখেন ঘরের মধ্যে ঝুলছে মা ও ছেলের দেহ। খবর দেওয়া হয় মালিপাঁচঘড়া থানায়। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, মৃতেরা হলেন মা দুলু ভৌমিক (৪৯) ও ছেলে অয়ন ভৌমিক (৩০)। ওই বাড়িতে মা ও ছেলে ভাড়া থাকতেন। প্রতিবেশীদের সঙ্গেও তাঁরা বিশেষ মেলামেশা করতেন না। আর্থিক অনটনের কারণে আত্মহত্যা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। মৃত্যুর কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করতে ফরেনসিক দল আসবেন বলেও জানা গেছে।