সুদীপ দাস, ৮ নভেম্বর:- বিএসএফ কর্মীর বাড়িতে ডাকাতি। আহত বিএসএফ কর্মী, তাঁর ১০ বছরের ছেলে এবং বাবা। ঘটনার কয়েকঘন্টার মধ্যেই গ্রেফতার চার। সোমবার গভীর রাত আড়াইটা নাগাদ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলীর মগরা থানার অন্তর্গত কুন্তিঘাট পালপাড়া এলাকায়। পুলিশ সূত্রে খবর সোমবার রাত আড়াইটা নাগাদ ওই এলাকায় বিএসএফ কর্মী প্রতাপ সিং-এর বাড়ির রান্না ঘরের গ্রিল ভেঙে জনা সাতেকের দুষ্কৃতি দল ঢুকে পরে। ভিতরে ঢুকে দরজা খোলার শব্দে ঘুম ভেঙে যায় প্রতাপের বাবা হরিনাথ সিং ও ১০ বছরের ছেলে অর্চিত সিং-এর।
কিছু বুঝে ওঠার আগেই দুজনকে মারতে শুরু করে দুষ্কৃতিরা। রডের আঘাতে হতিনাথে মাথা ফাটে। এরপর সেই ঘরে প্রতাপ আসতেই প্রতাপের সাথে দুষ্কৃতিদের হাতাহাতি শুরু হয়। প্রতাপকেও মারধর করে পরিবারের সকলকে আগ্নেয়াস্ত্রর ভয় দেখিয়ে ঘরে লুটপাঠ চালায় দুষ্কৃতিরা। প্রায় ৩৫মিনিট ধরে অপারেশন চলে। নগদ ৮০ হাজার টাকা সহ প্রায় ১৫ লক্ষ টাকার গয়না গাটি নিয়ে চম্পট দেয় তাঁরা। খবর পেয়েই নড়েচড়ে বসে মগরা থানার পুলিশ। শেষ কলবর পাওয়া পর্যন্ত পুলিশ এই ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে মোট চারজনকে গ্রেফতার করেছে।