এই মুহূর্তে জেলা

ভারত বনধে সতর্ক প্রশাসন। হাওড়ায় পুলিশের নজরদারি চলছে সকাল থেকেই।


হাওড়া, ২০ জুন:- ভারত বনধে সতর্ক প্রশাসন। হাওড়ায় পুলিশের নজরদারি চলছে সকাল থেকেই। অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় আজ সোমবার ভারত বনধের ডাক দেওয়া হয়েছে। এর জেরে যাতে কোথাও না অশান্তির আঁচ ছড়িয়ে পড়ে তারজন্য সতর্ক রয়েছে প্রশাসন। হাওড়া ব্রিজে সকাল থেকেই পুলিশের বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে। রয়েছে র‍্যাফ। কড়া নজরদারি চালানো হচ্ছে হাওড়া জেলা জুড়েই। ভারত বনধের মোকাবেলায় কড়া নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে হাওড়া ব্রিজ ও হাওড়া স্টেশন অঞ্চলকে।

অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় দেশ জুড়ে বিক্ষোভে সামিল ছাত্ররা। বেশ কয়েকদিন ধরেই এই নিয়ে অশান্ত একাধিক রাজ্য। তবে এখনও পর্যন্ত হাওড়া শহরের জনজীবন স্বাভাবিক রয়েছে বলে প্রশাসন সূত্রের খবর। উল্লেখ্য, বিভিন্ন বামপন্থী দলগুলি-সহ একাধিক গণসংগঠনের ডাকা ২৪ ঘণ্টার ভারত বনধে আগেই রাজ্যকে সচল রাখার নির্দেশিকা জারি করেছে নবান্ন। নেওয়া হয়েছে নিরাপত্তা।