এই মুহূর্তে জেলা

দশদিনের মধ্যেই ডাকাতির গহনা উদ্ধার , শ্রীরামপুরে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১।

হুগলী, ৮ নভেম্বর:- মাসি ও পরম আত্মীয় টোপ দিয়ে গ্যাস সিলিন্ডার সাপ্লাই করতে এসে ডাকাতি করল গ্যাস সাপ্লাই যুবক। গত মাসের ২৯ তারিখের রাতে দিপালি সেন(৭০)শ্রীরামপুরের বেনিয়াপাড়া লেন চাতরায় বাড়িতে চুরি হয়। ডাকাতির মধ্যে বেশী ছিল সোনার গহনা। ঘটনায় অভিযোগ দায়ের হয় শ্রীরামপুর থানায়। তদন্ত শুরু করে পুলিশ। গোপন সূত্রে খবর আসে যারা ডাকাতির সাথে যুক্ত ছিল তারা সেই বাড়িতে গ্যাস সিলিন্ডার দেওয়ার কাজের সাথে যুক্ত। সেই মতো গত পাঁচ তারিখে গ্যাস সাপ্লাই যুবকে আটক করে জিজ্ঞেসাবাদ করতেই বেরিয়ে আসে আসল সত্য। জেরার মুখে শিকার করে নেই এক জনকে সঙ্গে করে ডাকাতি করে।

চুরি যাওয়া সোনার জিনিস ডাকাতের বাড়ি থেকে উদ্ধার করা হয়। তার মধে একটা সোনার হার, দুটো সোনার বালা উদ্ধার করে পুলিশ। এই ডাকাতির সঙ্গে আরো এক জনের খোঁজে তল্লাসি চালাচ্ছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল থানায়। এলাকাবাসির মধ্যে আতঙ্ক তৈরী হয়েছে। সোমবার সকালে ডেপুটি পুলিশ কমিশনার ডাঃ অরভিন্দ কুমার আনন্দ সাংবাদিকদের মুখো মুখি হয়ে বলেন দিপালী সেনের অভিযোগের ভিত্তিতে আমাদের পুলিশ কর্মীরা তদন্ত শুরু করে। অভিযুক্তকে গ্রেপ্তার সহ জিনিস উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিদের খোঁজে তল্লাসি চালাচ্ছে পুলিশ।